লটারিতে ৭ হাজার কোটি টাকা বিজয়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না

মেগামিলিয়নস লটারি কিনে এক বিলিয়ন ডলার জিতেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের এক ব্যক্তি।

ভারতীয় মুদ্রায় প্রায় ৬৯,১৭,৫০,০০,০০০,০০ টাকা। অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে ৬৯ আরব ১৭ কোটি ৫০ লক্ষ টাকা।

জানা গেছে, ওই লটারির টিকিটটি বিক্রি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওকল্যান্ড কাউন্টির শহর নোভির একটি গ্রোসারি শপ থেকে।

মেগামিলিয়নসের ইতিহাসে এটিই দ্বিতীয় সব চেয়ে বেশি অঙ্কের লটারি জয়ের ঘটনা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ মূল্যের লটারি জয়।

লটারির বিজয়ী নাম্বারটি হচ্ছে ৪-২৬-৪২-৫০-৬০। শনিবার এক বিবৃতিতে মেগামিলিয়নস কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করলেও বিজয়ীর নাম এখনও প্রকাশ করেননি।

প্রকাশ করেননি, না করতে পারেননি সে নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। আসলে এই বিপুল অঙ্কের অর্থের বিজয়ীকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, বিজয়ী ওই ভাগ্যবান ইচ্ছে করলে একবারে পুরো অর্থটাই নিয়ে নিতে পারেন আবার ২৯টি কিস্তিতে ভাগ করেও নিতে পারেন।

তবে তাঁকে এই অর্থের ওপরে সরকারকে একটা বড় অঙ্কের করও দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন মেগামিলিয়নস কর্তৃপক্ষ।

লটারির নিয়ম অনুযায়ী, ওই পুরস্কারের অর্থ দাবি করার সঙ্গে সঙ্গেই বিজয়ীর ছবি-সহ পরিচয় প্রকাশ করার কথা রয়েছে।

সিদ্ধার্থ সিংহ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *