লক্ষ্মী তুমি, ধনের দেবী, তোমায় পূজে টাকার তরে,
সেই তোমারে,গালমন্দ করে, মেয়ে রুপে এলে ঘরে,
লক্ষ্মী তুমি যদি টাকা দাও, সম্পদে ভরিয়ে দাও,
সোনার মূর্তি হয়ে তখন তুমি ঘরেতে পূূজা পাও।
.
তোমার চরণ করছে স্মরণ, আরও পাওয়ার লোভে
দান করতে বড্ড ব্যথা, মন ভরছে দেখি ক্ষোভে,
পণ করেছে নরনারী তোমায় দেবে পূজার ঘুষ,
দোষ কি ওদের বলে? হারিয়েছে যেন হুশ!
.
লোক দেখানো পূজার বহর বাড়ছে যে দিন দিন,
ভক্তি ছেড়ে টাকার গরম, প্রকাশে দেখি হৃদয়হীন,
লুঠবে কাকে? ভরবে ভাঁড়ার এই তো তাদের পণ!
গরীব সেবাই তোমার সেরা, ভুলছে যে লোকজন।
.
সব ভুলেছে, লোভের নেশায় জ্বালছে স্বার্থানল,
নিজের তরে, পাওয়ার লোভে জুড়েছে কোলাহল।
প্রসাদ দেওয়ার তরে তারা আরও ধনী ডাকে,
দরজায় বসে অন্ধ ভিখারি, দেখেও দেখে না তাকে!
.
দিয়ে ধন, ওরে মন, কেড়ে নিতে কতক্ষণ?
হৃদয় দিয়ে রাখলে তুমি, থাক সারাক্ষণ।
এই সত্য ভুলে দেখি সবাই করছে মাতামাতি,
ঘরের লক্ষ্মী তাই লুন্ঠিত আজ, বিপন্ন মানব জাতি।