ভাবনায় আমার লক্ষ্মী মন্ত বউ
কিন্তু হতে হবে আধুনিকা।
হতবাক হয়ে দেখবে যে কেউ
বউ তো নয় যেন এক সেবিকা।
.
সর্বক্ষেত্রে থাকবে সে চুপচাপ
স্বামীর উপর কথা বলবে না
কারণ সে যে মস্ত বড় পাপ।
আজকালকার মেয়েগুলো সবই উৎশৃংখল,
নেইকো কোন শিক্ষা
শিখে নেবো আমার নিয়মের দীক্ষা।
.
বউ চাই আমার লক্ষ্মী মন্ত
এখনকার মেয়েগুলো সবই যেন যন্ত্র।
হালে পড়ে মেয়েরা আজ সংসার করে কই?
সেজেগুজে পয়সা ওড়ায়
আমার বউ করবে এইসব, সে বান্দা আমি নই।
.
স্বপ্ন ভেঙে খুঁজি লক্ষী মেয়ে গুলো কোথায়?
গেল কি সব হারিয়ে?
নাকি আমি ভুল ছিলাম
ছিলাম সমাজ থেকে পিছিয়ে।
.
এখন ঘরের লক্ষী অফিসে যায়
যায় আদালতে
তার কাজ কি শুধুই রান্নাঘর আর বাচ্চাদেখা খালি
এখন আমি এমন একটা লক্ষী চাই
হোক না সে সরস্বতী কিংবা মাঝে মাঝে কালী ।
.
ভদ্র মনে নিষ্পাপ চোখে
চেয়ে দেখো সেই লক্ষ্মী, আজও লক্ষ্মী আছে।
পরনে শাড়ির বদলে সালোয়ার
চিন্তা ভাবনা বদলে গেলে
লক্ষীমন্ত চাইবে নাকো আর।