অনেকদিন পরে লক্ষ্মী এল ঘরে
মন মুলুকে আনন্দ ধরে না রে!
.
কীসের খোঁজে
জড়িয়ে নিজে
অনিশ্চয়তায় ভুগি
ছিলাম জিরো
হব যে হিরো
সবাই আছি জাগি।
.
সব ক্ষমতার বল,
সব লোভের সম্বল
অসমতার দঙ্গল
তোমায় ভুলি কী করে?
অনেক দিন পরে
মন চাইছে তোমারে।
এবারের এই করোনা
একেবারেই যাচ্ছে না
.
মুখে মাস্কো
টাকার বাস্কো
যাচ্ছে না আর চেনা।
.
তোমায় ছেড়ে
মনের জোরে
যারা ঘোরে
বনে বাদাড়ে
তাদের কপাল ফাটা
পায় না নোট গোটা
কষ্ট দোসর করে
.
অনেক দিন পরে
তুমি এসে সাথে
দাও মা টাকা হাতে
এবার ধানে
লেগেছে পোঁকা
.
বাড়িতে খোকা
বন্দী করোনা জালে
যায় না আর ইস্কুলে।
বন্ধ পড়াশোনা
বন্ধ আনাগোনা
কী থেকে কি হয়
মনে বড় ভয়
বিশ্বময়
শুধু ভয়
ভয়কে পেঁচার ডানায়
সরিয়ে দূরে
অভয়া কমলা মা গো
এসো মোদের ঘরে।