সূর্য পাটে সন্ধ্যা নামে
উড়ছ পাখির ঝাক,
গরু ছাগল বাড়ি নিতে
দিচ্ছে রাখাল ডাক ।
আঁধার নেমে আসছে ওরে
নীল আকাশের মাঝে,
কিচির মিচির ডেকে পাখি
যাচ্ছে নীড়ের খোঁজে ।
ছোট্ট ছোট্ট চেলে মেয়ে
খেলে মাঠে ঘাটে,
চল্ না বাড়ি জলদি করে
সূর্য গেলো পাটে ।
ফিরতে বাসা দেরি হয়
যদি একটু খানি,
মায়ের বকা পড়বে গায়ে
বাবার পিটনি ।