শিরোনাম : #রূপ_বড়_না_মন
কলমে : কেয়া চক্রবর্তী
রূপে কি আর যায় আসে,
মনটাই তো আসল,
তবুও কেন জানিনা সবাই,
ওই রূপের পেছনেই ছোটে,
আজ যে রূপসী,
কাল থাকবে না সেই রূপ তার,
মনটা কিন্তু একই থাকে,
তবুও মনের কথা কে বোঝে আর?
কালো, ফর্সা এসব কিছু ই নয়,
সবই মেলানিনের কারিগরী,
তবুও মানুষ বোঝে না সেটা,
রূপের দেমাগেই আহা মরি মরি।।
মন যদি না সুন্দর হয়,
রূপ কোনোদিনই হবে না আকর্ষণীয়,
মনের মাঝে খল পুষে,
যতই মেকআপ ঘষে ফেরো।।
মনের সৌন্দর্য দিনে দিনে বাড়তে থাকে,
বয়স বাড়ার সাথে সাথে রূপ হারিয়ে
যেতে বাধ্য।।
তবুও মনের খবর কেউ সুধায় না,
তুমি ফর্সা, না কালো, বেঁটে,না মোটা
এটাই হয় অগ্রগণ্য।।
কথায় আছে ” আগে দর্শনধারী, পরে গুণবিচারী,”
যুগে যুগে হয়ে আসছেও সেটা,
কোনঠাসা হয় সুন্দর মনের অধিকারিনী,
রূপসীদের রূপের পাল্লা সবসময়ই হয় ভারি।
এই নিয়ম মোটেও নয়কো ঠিক,
মেনে নিতে হয় বড়ই কষ্ট,
কত সুন্দর মনের মানুষদের,
সইতে হয় গঞ্জনা,
আর কুৎসিত মন নিয়েও
রূপসীদের দেমাগে পা পড়ে না।।
জানিনা কবে বদলাবে সমাজের এই
কুৎসিত নিয়ম,
মন সুন্দর যার, সে একদিনই জিতবে
এটাই বাস্তব গুণীজন।।
#রূপ_বড়_না_মন
©কেয়া চক্রবর্তী®