রূপকথার এক মুহূর্ত
শর্মিষ্ঠা গুহ রায় (মজুমদার)
সেদিন ঐ ভোরবেলায় জানালার
পর্দা সরিয়ে দেখলাম পূবআকাশটা
সবে লাল হয়েছে।
আপনমনে চেয়ে থাকলাম তার দিকে।
দরজা খুলে নরম ঘাসের ওপর দেখি
জ্বলজ্বল করছে শিশির বিন্দু।
প্রত্যেকটা শিশিরবিন্দু যেন একেকটা আয়না,
অথবা সেই কোন দূরদেশী রাজকুমারীর
হীরের আংটি, যা কিনা ভেঙে টুকরো টুকরো
হয়ে পড়ে আছে প্রতিটি ঘাসের ডগায়।
চাই,আজ চাই আমার সেই সব হীরের টুকরো।
যা দিয়ে সাজাব আমার ফুলদানির প্রতিটি ফুলকে।
ঐযে দেখি, রক্তিম ছটায় চেপে সূয্যি উঠে এল।
পাখির কলকাকলিতে আমি ভৈরবী গান শুনি।
ফুলেলমিঠে গন্ধে আমোদিত কেন জানি মন!
আমি ভাবি,শুধু ভাবি, এসময় যেন থাকে থেমে।
চাইনা হারাতে এই সুন্দর ক্ষণখানি আমার জীবন
হতে,প্রাণভরে নিতে চাই নিঃশ্বাস এই খোলা
আকাশের নীচে।পেতে চাই সত্যিকারের
রূপকথার এক মুহূর্ত শুধু নিজের করে।
——————————————————
শর্মিষ্ঠা গুহ রায় (মজুমদার)