তখনও অনন্ত গোধূলিবেলা,চরাচরে তখনও নামেনি সন্ধ্যা,
এত তাড়াতাড়ি রাতের আবাহন কেন?
রাত হতে এখনও অনেক বাকি।
#
কিছু অচেনা শব্দ রোজ রাতে কড়া নাড়ে দরজায়,
রোজ রাতে,জানিনা কীসের প্রয়োজন এত?
রাত এলেই ভয় হয়,এই বুঝি কড়া নাড়ে তারা।
#
কালমৃগ খেয়ে গেছে জীবনের কচি কচি ঘাস
আবার কালচক্রে বেড়ে ওঠা,নতুন সংরাগ,
যাবতীয় স্মৃতি কালস্রোতে ভেসে যায়।
#
প্রতিদিন রাত হয়,তারাদের সাথে খেলা হয় অবিরত
রাতচরা পাখিরা ফিরে গেলে,দরজায় কান পাতি;
রাতের প্রহর গুনি আর ভয়ের মাত্রা মাপি।
#
রাত হতে তখনও অনেক বাকি তবুও রাতের
প্রহর সেই থেকে গোনা শুরু,চতুর্থ প্রহরে
ঘুমঘোর চোখ,কারা যেন মৃদুস্বরে কথা বলে।
#
চেনা পথ,চেনা গাছ,চেনা নদী,চেনা নারী সব
একে একে ফিরে আসে,অনন্ত অপেক্ষায় তাই,
এই বুঝি তারা সব কড়া নাড়ে দরজায়।
#
ভুল বোঝাবুঝি সব শেষ হবে,শুরু হবে কল্পনার
উদ্ভাবন;সব ভয় সরে যাচ্ছে,রাতে আবার কড়া
নাড়া,দরজা খুল দেখি সত্য,সুন্দর,সম্প্রীতি দাঁড়িয়ে।