মন খারাপের দেশে
যাচ্ছি সবাই ভেসে।
ভালোলাগা ভালোবাসা কোথায় আজ ?
শুধুই মুখোশধারী সাজ।
ব্যস্ততার শহরে তে
ভুগছি সবাই বিষন্নতা তে ।
প্রযুক্তি আর বিজ্ঞানের জন্য
সবাই ব্যস্ততা তে জরাজীর্ণ।
এইবার একটু ভাবো
শৈশবটাও হারিয়ে গেছে
হারিয়েছে সব সীমানার গণ্ডি
বিজ্ঞাপনের সস্তা চমকে আমরা আজ বন্দী ।
ভালো-মন্দের মাপকাঠি টা কেবল অর্থনৈতিক
ভালোবাসার ধরন হয়েছে নোংরা রাজনৈতিক ।
জলের উপর জল ছবি আঁকা যেমন মস্ত ভুল
হৃদয়টা শুধুই ফাঁকা, যেন ঝরে যাওয়া ফুল।
হাসিমুখের ভঙ্গিমা টা শুধুই অভিনয়
যতই তুমি আপন ভাবো, আপন কেউ নয়।
মিথ্যের শহরেতে সবাই ভাবে রাজা
হৃদয়ের রাজা কেউ নয়, প্রভাবে রাজা সাজা।