রবিবার
বর্ষায় লিপ্ত শীতের আলতো ছোঁয়ায় রবিবার আচ্ছন্ন। শীতের উপস্থিতির আভাস পেয়ে কুঁড়েমিরা যেন জাঁকিয়ে বসে রবিবারের উপর।কখনো সখনো রবিবার হয়ে যায় আলবেলি। কখনো ডুবে যায় হয় গল্পের বই এর পৃষ্ঠায় আর নয়তো নতুন নতুন ওয়েব সিরিজের অতলে অথবা বন্ধুমহলে আড্ডার আসরে কিংবা কিঞ্চিৎ লেখালেখির প্রয়াসে। তবে এই সবকিছুর মধ্যে লেখালেখিই বেশি প্রাধান্য পায় রবিবারের কাছে।লেখার খাতায় বিভিন্ন গল্পের যাতায়াত।গল্পের প্লটে ভাবোল্লাস,পূর্বরাগ,মাথুর প্রভৃতির কারুকার্য অথবা কোনো এক প্রণয়ীর অন্তর্ধানের কাহিনী।এই গল্পগুলোর অনেক খোরাক থাকে সেগুলো সব বৈষ্ণব পদাবলীর পদগুলোই মেটায়।আবার রবিবার বিশ্রাম নেয় গল্পের ঐ অন্তর্হিত প্রণয়ীর মখমলী স্মৃতি জড়িয়ে। স্মৃতি, আড্ডা, গল্প লেখা সব মিলেমিশে রবিবারটা বেশ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।তাই আসল মন্তাজ রবিবারই।।© প্রিয়াঙ্কা ঘোষ
Related Posts
সাম্প্রতিক বাংলা কবিতায় মেটাফোর থেকে মেটাফিজিকস্ // তৈমুর খান
Leave a Comment
/ গদ্য, পরোক্ষ উপমা ব্যবহার করে আসছে / June 8, 2019 June 8, 2019 / By
sahitya patrika
জীবনরসিক আব্দুল হান্নান আজও সকলের কাছে অচেনা // তৈমুর খান
Leave a Comment
/ গদ্য, প্রান্তিক জীবন ও মধ্যবিত্ত / June 17, 2019 June 17, 2019 / By
sahitya patrika