ওদের কথা
রতন বসাক
চলার পথে দেখতে পাবে পথে ঘাটে রোজ
কিছু মানুষ পড়ে থাকে নেয় না কেহ খোঁজ।
কেমন করে জীবন কাটে কেউ জানে না ভাই
আপন বলে স্বজন বন্ধু ওদের কেহ নাই।
শীত ও গরম বৃষ্টি ভিজে কষ্টে দিনটা যায়
পেট ভরাতে কিছু খাবার হাতটা পেতে চায়।
কখনো খায় আবার তারা খিদের পেটে রয়
সহন করে খিদের জ্বালা কারে বলো কয়?
জামা কাপড় নোংরা ছেঁড়া দেখা যাবে গায়
চটি জুতো নেই যে কিছুই হাঁটে খালি পা’য়।
মানুষ হয়ে পশুর মতোই কাটিয়ে দেয় দিন
অর্থ সম্পদ নেই তো কাছে ওরা বড্ড হীন।
লেখাপড়া জানে না তো পায় না কিছু কাজ
সহজ সরল মানুষ ওরা সমাজে নেই রাজ।
বসে থেকে কিংবা ঘুরে ভিক্ষা করে খায়
এই সমাজে ওদের কেহ নেয় না কভু দায়।
সারাজীবন চুপটি করেই সইতে থাকে দুখ
ভাগ্যের দোষ যে কি আর করে স্বপ্ন হলো সুখ।
সবাই যদি দিতো ওদের সাহায্যের ওই হাত
খেয়ে পরে সবার মতোই কেটে যেতো রাত।