রণেশ রায় এর কবিতা

জেগে থাকি

নিস্তব্ধ এ রাত দুপুরে

নির্ঘুম আমি, চোখ আমার খোলা

দৃষ্টি যায় দূরে বাতায়ন ধরে

নক্ষত্র জগতে আকাশ পারে

ইন্দ্রিয়ের সঙ্গে ভাবনা আমার সঙ্গমে

ভাবনা আমার কবিতার ছন্দে

জাগিয়ে রাখে,শব্দ যোগায় আমাকে

আমি ভেসে চলি আনন্দ সরোবরে

কবিতার সুর ছন্দ লয়ে

চেতনার ডিঙ্গায় আমি খেয়া বাই

কবিতার প্রচ্ছদে মালা গেঁথে যাই

দিনের কোলাহল শেষে

রাতের এ স্তব্ধ পুরিতে

ভাবনা আমার কবিতার বেশে

আমি জেগে থাকি চেতনায়

ভাবনা আর ভাবের বাসর শয্যায়।


#


যদি আস এবার

খবর পাঠিয়েছ তুমি আসবে এবার

যদি সত্যি আসতে চাও চলে এসো

দেরি করো না আর,

আমি যে কবে থেকে অপেক্ষায় তোমার।

কত কথা জমা আছে তোমাকে বলার

অনেকদিন পর দেখা হবে আবার,

দেখা হলে এবার মুখোমুখি দুজনায়

জীবনের ভোরে নতুন বার্তা অপেক্ষায়,

কত কথা বিস্মৃতির অন্তরালে 

মলাটের নীচে লুকায়

তোমায় সামনে পেলে 

স্মৃতির পাপড়ি  খুলে যায়,

কলি ফুল হয়ে ফোটে 

তোমার ওষ্ঠ আমার ওষ্ঠে,

তুমি আমি আবার নীরব আলিঙ্গনে

শীত শেষে নব বসন্ত বার্ধক্যের সন্ধিক্ষণে

নব কিশলয় জীবন বনানী প্রাঙ্গনে।

#

নতুনের আগমনে

আগমনীর আগমন বার্তায়

পুরোনোর বিদায় বেলায়

কালের গর্ভে আগামীর গান শোনা যায়

অস্থিরতার কলরব আকাশে বাতাসে

নতুনের আগমনে পুরোনোর বিদায়

বিরহের কান্না গান হয়ে ভেসে আসে

শুনি আমি নতুনের বার্তা সুরের মুর্চ্ছনায়

যেন পাহাড়ের ঝর্ণা কলকল তানে

নেমে আসে নদীর স্রোত বেয়ে সমুদ্র মোহনায়

জীবনের নতুন প্রাঙ্গনে পাখি ডানা মেলে

ওড়ে সে আকাশে, মুক্তির খেয়া বায়

আমি বসে থাকি শান্তির কুলায়

আজের এ গোধূলি বেলায়

নতুনের আগমনে আমার বিদায়।

#

কালের গর্ভে নতুন অবতার 

 দৌড়ে চলে অশ্বমেধের ঘোড়া

নেই তার বিশ্রাম

রাজার নিশান রথে

 এ প্রান্ত থেকে ওপ্রান্তে

চলা তার অবিরাম,

মহাকালের বাহন সে, 

সে এক যুগের অবতার

বেনিয়ার বেশ আজ তার  

রাজপথ ধরে জঙ্গল বিহনে 

চলতে হয় তাকে যাত্রা পথে, 

সমুদ্র তট হয়ে চড়াই উৎরাই পেরিয়ে 

তুষার শুভ্র পাহাড় শিখরে।

ঘাড়ে তার বোঝা  

রাজ্য থেকে রাজ্যে ছুটে চলে আজও

হাতে নিয়ে রাজার ধ্বজা

অশ্বমেধের সে ঘোড়া।

#

রাজার আদেশে ছিনিয়ে নিতে হয়

পররাজ্য সম্পদ অপরের 

তার আজ বেনিয়ার সাজ 

প্রতিষ্ঠিত হয় বেনিয়া রাজ

কালের প্রবাহে 

সেকাল একাল হয়ে ভাবী কাল 

এমনি করে চলে দখলের কাজ।


#

সময়ের প্রবাহে কাল বদলায় 

বার্তা পাঠায় মহাকাল

পশ্চিমাকাশে অন্ধকার ঘনায়

 ক্লান্ত শ্রান্ত পঙ্গু আজ অবতার তার।


#

এ ধরণী মাঝে

জন্ম নেয় নতুন অবতার  

 জন্ম নেয় নতুন সূর্য এ বেলায় 

কালের গর্ভে জন্ম বিদ্রোহী জনতার 

এ ধরণী আজ পরিবর্তনের অপেক্ষায়।


#

অশ্বমেধের ঘোড়া 

আর নহে বার্তাবহ রাজার

আজ সে জয়ধ্বজাবাহী

আম জনতার ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *