রণেশ রায়

জেগে ওঠ
রণেশ রায়

সূর্য তুমি অট্টহাসি হাসো
ছড়িয়ে দাও হাসি এ ফাগুনে
রোদ্দুর তুমি জ্বল আগুন হয়ে
জ্বলুক জ্বলুক সব সে আগুনে
আজের পৃথিবীর গর্ভগৃহে
জ্বলে পুড়ুক আবর্জনা যত এ পৃথ্বীতে।

মেঘ আঁধার শেষে কেঁদে ভাসাও
এ মরু ভেসে যাক অশ্রুর বন্যায়
তৃষ্ণা মিটুক পোয়াতি মাটির আমার
আগামীতে ফসল উঠুক নবান্নে সবার।

সমুদ্র উত্তাল হয়ে ওঠো
ভাসিয়ে দাও সব ঢেউয়ে ঢেউয়ে
প্রলয় নাচন নাচ
ধ্বংস নামুক সে প্রলয়ে।

পাহাড় কাঁপন তোমার শরীরে
কেঁপে উঠুক পৃথিবী তোমার কাঁপনে
ধ্বংসের সাইরেন বাজুক আকাশে
জঙ্গল উন্মাদ হয়ে উঠুক প্লাবনে।

বাতাস তুমি তুফান হয়ে ওঠো
গর্জে ওঠো মেঘকে নিয়ে সঙ্গে
নেচে চল সমুদ্রের উত্তাল ঢেউয়ে
সূর্য বন্ধু তোমার তার দহনে
সকলে মিলে নামিয়ে আন ধ্বংস
সে যে সৃষ্টির বার্তা এ শুভ লগনে।

গড়ে তোলো নয়া-দুনিয়া
২২/০৫/২০২২

পৃথিবীটা আজ পাতাঝরা ধূসর জঙ্গল
দু’পেয়ে সভ্য পশুর ভিড়ে জনসমুদ্র,
ঘাতক ওরা, হায়নার চেয়েও হিংস্র।
তাদের চোখ থেকে ঝলসে উঠছে——-
ক্ষতবিক্ষত আগুনে ঝলসানো শিশু
যারা ছিল ‘কচি লেবুপাতার মত নরম সবুজ’ ,
আজ যেন কালচে বাতাপি লেবু
জমাট রক্তের মাংস পিন্ড ——
ধর্ষিতা আমার তোমার কন্যা
পুড়ে ছাই হয়ে যাওয়া কচি সবুজ ঘাস,
বিলীন হয়ে গেছে লজ্জা উলংগ সজ্জায়।

আকাশে বাতাসে কান্না শোনা যায়
শরীরে যেন নেশা ছোবল মারে,
আমার চেতনায় টক্ টক্ টক্ ——-
কে যেন বলছে,প্রতিশোধ নাও,
অহিংসার মুখোশ পরে বসে থেকো না,
শান্তি চাও তো হিংসাত্মক হয়ে ওঠো
ওদের থেকেও মারাত্বক হোক তোমার ছোবল।
ওদের সঙ্গে মোকাবিলার পর
পৃথিবীকে আবার গড়ে তোলো,
‘কচি লেবুপাতার মত নরম সবুজ’
বনানী প্রান্তরের সবুজ ঘাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *