রঙের মেলা
— ছন্নছাড়া।
বসন্ত যখন আসে আবার ফিরে,
পুনরায় একটি বছর পরে,
সুন্দর পৃথিবীতেও ফেরে রঙের মেলা,
দেখা যায় নানান রঙের কত বাহারী খেলা।
রক্তিম আভা ফেরে পলাশের বনে,
আনন্দ আসে ফিরে মোদের মনের কোণে ,
ভুলে সব ভেদাভেদ, দূর করে অন্তরায়,
আবীরে আবীরে মাতে সবে রঙের খেলায়!
কোকিলের কুহুতান কিংশুকের বনে,
সুরের দোলা জাগায় সবাকার মনে।
মনের বিবর্ণতা সব করে দিয়ে দূর,
দেখো আজ চারিদিকে বাজছে বসন্তের সুর!
চাঁপাবনে ফুলদলে কতই বাহার,
রঙে রঙে মাতোয়ারা বসন্ত আবার।
প্রকৃতির এত রূপ মনে আনে প্রেমের বান,
তবুও সবাই তো অনুভব করে না সেই টান!
যে জন দেখিতে পারে প্রকৃতির শোভা যতন করে,
তার পৃথিবীও ওঠে তখন নানান রঙে ভরে।
সে জন হয় সুখি মনের মাঝে
রঙের মেলা রাঙায় তারে নতুন সাজে।
------@@@@@@------
ছন্নছাড়া