রঙীন চমক : অপালা মুখার্জী ।

বিজ্ঞাপনের দুনিয়া, ভাই
চকচকে চাই খোলস,
ভিতর যতই হোক না কালো,
খোলসে তাই পালিশ ।

রঙ বেরঙের প্যাকেট মোড়া
হরেক রকম খাবার,
তাই তো শিশু চায় না পায়েস,
মন টানে তার বার্গার ।

তুমি, আমি, সব্বাই রোজ
টিভির সামনে বসে,
বয়স কমার ক্রীম আর কলপ
খুঁজেই মরি কষে ।

দেশ বিদেশের জ্ঞানী গুণী
বিজ্ঞাপনের দাস,
বাজান নিজের জয় ঢাক সব
পুরিয়ে মনের আশ ।

তোমার আমার সবার চোখে
রঙ বেরঙের ঠুলি,
হচ্ছে সবার মগজ ধোলাই,
শুনছি মিষ্টি বুলি ।

কিন্তু যাঁরা সত্যি মানুষ,
চান না তাঁরা প্রচার,
খুঁজব চলো সবাই মিলে
আসল মানুষ এবার ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *