অসময়ের ঝড় উঠলে চেনা মানুষ
অবচেতন হাঁটে,
সুখের আশায় দিন চলে যায়,অষ্টপ্রহর
একাকিত্বে কাটে।
#
ঘুমহীন চোখ খুঁজেই চলে নষ্টকোষ্ঠী
একচিত্ত আশা,
ভাবলোক চুরি হয়,প্রচার হয়
বিজ্ঞাপনের ভাষা।
#
ছন্নছাড়া সময় এখন,হঠাৎ বিপদ
খুবলে খেল সুখ,
যায়না চেনা আপনজন,বিকট হাসে
মুখোশধারী মুখ।
#
নতুন করে যুদ্ধজয়ী মন্ত্র এবার
উচ্চারিত হয়,
চেনা মানুষ মুখ ফেরালেও আত্মশক্তি
আর পায়না ভয়।