একত্তরের প্রাণের ত্যাগে দেশ রক্ষাকারীরা-ই শুধু যুদ্ধা
হবে তা কিন্তু নয়, তারা আমার নিকট অদেখা,,
তবে আমাদের চারপাশে সহস্র যুদ্ধা বিদ্যমান,,
সংগ্রামী হয়েও তাদের মেলেনা সম্মান।
আমি দেখিনি একাত্তরের মুক্তিযুদ্ধাকে,,
তবে আমি দেখেছি প্রতিকূলতায় ভেঙ্গে না পড়া হাজারো নারীকে,,
আমি দেখেছি জীবনের বিনিময়ে সন্তান মানুষ করা মাকে,,
আমি দেখেছি পরিবারের তাগিদে বৃষ্টিতে ভেজা রিকশাওয়ালাকে,,
আমি দেখেছি দু-মুটো খাবারের জন্য ঘাম ঝরানো ফিরিওয়ালাকে,,
আমি দেখেছি মেয়ের বিয়ের জন্য বন্যা উপেক্ষাকারী কৃষককে,,
আমি দেখেছি জীবিকার জন্য গ্রাম ত্যাগকারী শ্রমিককে,,
আমি দেখেছি চাকরীর খোঁজে পথে পথে ঘুরতে থাকা যুবককে,,
আমি দেখেছি সন্তানের সুখে নিজের সুখ ত্যাগকারী বাবাকে,,
আমি দেখেছি পরিবারের খাবার সংগ্রহের তাগিদে দেশ ত্যাগকরী প্রভাসীকে,,
আমি দেখেছি দু-পয়সার জন্য বাড়ী-বাড়ী যাওয়া ভিক্ষুককে,,
আমি দেখেছি দেশের শান্তি রক্ষার্থে রাস্তায় দাড়ানো পুলিশকে,,
আমি দেখেছি দুর্যোগ মুকাবেলায় সাহায্যকারী সহস্র সৈনিককে,,
তারা-ই বিদ্যমান সর্বদা দেশের পাশে,,
তারা-ই মহাবীর আমার কাছে,,
শ্রদ্ধা করি তাদের হৃদয়ের উচ্ছাসে।
Maruf Jaman Monna