যা চাই : পীযূষ কান্তি হাজরা

যুদ্ধ নয় শান্তি চাই –
হিংসা নয় ঐক্য চাই ;
মিত্রতার সন্ধি চাই –
অন্ন চাই , বস্ত্র চাই ;
মাথা গোঁজার ঠাঁই চাই –
চেতনা আর শিক্ষা চাই ;
ন্যায়ের পক্ষে বিচার চাই –
সত্য তথ্য জানতে চাই ;
সুস্থ সবল স্বাস্থ্য চাই –
উপার্জনের কর্ম চাই ;
সর্ব ধর্মের মিলন চাই –
মানবতার ধর্ম চাই ;
আপন করার মন্ত্র চাই –
স্বাধীন ভাবে বাঁচতে চাই !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *