#যদিদং হৃদয়ং তব
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#১৭/১২/২০২১
*******************************
শুভ দৃষ্টি দিয়ে হৃদয়ের মেলবন্ধন
মন্ত্রোচ্চারণে প্রতিজ্ঞাবদ্ধ জীবন
যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম
এরপরে সম্পর্কের ভাঙা-গড়া চোখে পড়ে অবিরত
মন্ত্র যেখানে পারে না রুখতে সম্পর্কের বন্ধন যত
চোখে চোখে মিলনে কি বার্তা হয় শুভ?
হাতের পরশ হাতেই মিলিয়ে গেল
ভাঙ্গা সম্পর্ক রইল পড়ে
প্রেমহীন ভালোবাসা মন্ত্রোচ্চারণে কি রোখা যায়?
আবেগ যেখানে থাকে না সেখানে টিকে থাকা দায়
প্রশ্ন চিহ্ন দিয়ে বলে যেতে হয় জীবনের মানে
সব কিছু বুঝে নিতে হয় পারস্পরিক যোগাযোগে
যদিদং হৃদয়ং তব হৃদয়ের মানে খুঁজে
তদিদং হৃদয়ং তব আজ চলে শূন্য মনে
ভাবনার চেষ্টা করে চলেছে বোঝা হৃদয়ের মানে
তবুও প্রেমহীন ভালোবাসার এই বন্ধনে
আজও খুঁজে চলে জীবনের মানে
ব্যর্থ পরিহাস বলে ওটা যেন যদিদং হৃদয়ং তব।
সমাপ্ত