মৌনতা পালন

মৌনতা পালন
––
সুমিত মোদক

গভীর অন্ধকারে কে বাজায় এসরাজ !
কে তোলে রাগ মালকোষ !
গভীর অন্ধকারে …

আশেপাশের লোকজন অনেক আগেই ঘুমিয়ে পড়েছে ;
ঘুমিয়ে পড়েছে নীড়ে ফেরা পাখির দল ;
ঘুমিয়ে পড়ে …

যুগ যুগ ধরে তোমার সঙ্গে রাত জাগছি ;
তুলে আনার চেষ্টা করে চলেছি ঝরে পড়া পাতার শব্দ ;
গাছের পাতা গুলো অনেক আগেই হলুদ হয়ে গেছে ;
এখন কেবল ঝরে পড়ার সময় ;
মহীরুহ গুলো ডালপালা ছড়িয়ে মৌনতা পালন করে ;

তুমি একটু একটু করে ঢুকে পড়ছো আমারই শূন্য বুকের ভিতর ;
অতীত ছাড়া তোমার তো আর কিছু নেই ;
এটুকু কেবল জানো , আমি আছি তোমারই অপেক্ষায় ;

এক সভ্যতা ধ্বংস হয়ে আরেক সভ্যতা শুরু হলে ,
বসন্ত উৎসব জাগে ;
জাগে রঙের মিছিল ;
যে মিছিল জানে অন্ধকারে নিমজ্জিত শব্দ ;
শব্দ যে আমার ভীষণ প্রিয় ;
তোমারও …

ধীরে ধীরে এসরাজের শব্দ তরঙ্গ ঘিরে ধরে সমগ্র অন্ধকার , সমগ্র রাত ,
তোমাকে , আমাকেও …

সে কারণে বসন্ত উৎসব আসে বার বার হৃদয়ে ।

সুমিত মোদক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *