থাকতে হয় তাই থাকি,ব্যস এটুকুই জানি
যদি ভাবো মেয়েরা পুরুষের কেনা বাঁদি;
ভুল করবে,মেয়েদেরও একটা স্বপ্ন থাকে
চাওয়া পাওয়া থাকে,ভালোলাগা থাকে।
মেয়েদেরও একটা নিজস্ব জগত থাকে-
ইচ্ছের বাগানটাতে আগাছা জন্মাক এটা
নিশ্চই কেউ চায় না,চায়না না কেউ বাগনে
স্বার্থপর দৈত্য ঢুকে সব লন্ডভণ্ড করে দিক।
এতদিন একসাথে আছি,কখনো বুঝিনি
বেশিদিন মনের কাছাকাছি থাকা যায় না,
প্রতেক্যের একটা স্বাধীনতা থাকে,তা হলো
স্বপ্ন দেখার,সেই স্বপ্ন দেখা অপরাধ নয়।
স্বপ্নের মানুষ কখনো কখনো ধরা দিতে
চাইলে সমাজ কি তাতে সায় দেয়,কি জানি?
তুমিও সমাজ ছাড়া বাঁচতে পারবে না,গাল
ভরা বুলি খাঁচা ভরা পাখির মত অসার।
মনের ভাষা ধরা পড়ে মুখের আয়নায়,
আয়নাটায় ক্রমশ পারা খসতে শুরু করেছে
হাতটা শক্ত করে রেখেছি,হাত বাড়িয়ে যদি
ডাকি,হাতটা চিনতে অসুবিধা হতে পারে।
হাত না চিনতে পারলে,মুখ ভোলার কথা নয়,
তাকে বুকের মধ্যে রাখো সযতনে,অদৃশ্য বিষ-নদীতে ভেসে যেওনা,দু:সময়ের স্রোত
থেকে রক্ষা করো,বাইরের বিপদ ডেকোনা।