মেঘ চলেছে আপন মনে
নীল আকাশ জুড়ে
তাকিয়ে ছিলাম এক দৃষ্টে
খানিকক্ষণ ধরে
দখিনা বাতাস বইছে তখন
পূর্ব ঈশান কোন
বলি ও মেঘের রাজা
গল্পঃ করবো শোন
হাওয়ার বেগে জানান দিলো
অনেক পথ বাকি
সময় পেলে বলবো তোমায়
কোথায় আমরা থাকি!
যেতে হবে বহু দূরে
ডাক পড়েছে তাই
বলবো কথা অন্য সময়
এখন তবে যাই
বৃষ্টি হয়ে ঝড়বো পড়ে
মাতৃ চরণ তলে
বসুন্ধরা উঠবে সেজে
শস্য শ্যামলা জলে।।
