মুখোশ : সজল বন্দ্যোপাধ্যায়

নাড়ি ছিঁড়েই পরে নিয়েছি মুখোশটা
যেদিন প্রথম ভ্যা ভ্যা করে কাঁদলাম আমি
ঠিকই শুনেছেন , মা মা করে কাঁদিনি কখনো
কারণ নাড়িটা ছিঁড়েছিল কোনো এক অন্তর্যামী !

সেই থেকে প্রতিদিন রক্তে হাত ধুই নিভৃতে
আর তারপর গাই সম্প্রীতির গান জোরে
আমিই আনবো নবজাগরণ দেশে দেশে
হয়তো জননায়ক বানাবে পৃথিবী একদিন মোরে !

কিন্তু পিপাসায় এখনো নদীতে ডুব দেয় চাঁদ
দিগন্ত লজ্জায় ডুব মারে সাগরের জলে
জঠর অগ্নি এখনো জ্বলে দিকে দিকে
আঁধার ঘনায় আকাশ পাতাল আর স্থলে !

সজল বন্দ্যোপাধ্যায়

সজল বন্দ্যোপাধ্যায় , বহরু , জয়নগর , দক্ষিণ 24 পরগণা , 743372 , পশ্চিমবঙ্গ , ভারত ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *