দুনিয়াটা একটা বিশাল রঙ্গমঞ্চ বইতো নয়
এখানে আমরা সুনিপুণ ভাবেই করি অভিনয় ।
কেউ বা করি ভালো তো কেউ বা করি মন্দ
এই বিষয়ে কারো নেই কোনরকম দ্বন্দ ।
কোনো কোনো অঙ্গানুর যেমন হয় দ্বি স্তরী আবরণ
কোনো কোনো মানুষের ও থাকে দুরকম জীবন।
মুখোশের আড়ালেতে কেউ কেউ নিজেকে ঢাকে
চেষ্টায় থাকে সে অন্যকে ফেলতে এর ফাঁকে ।
স্বার্থে ঘা লাগলেই এই মুখোশ গুলো যায় খুলে
কদর্য রূপটা দাঁত নখ বের করে থাকে মুখোশের তলে ।
নোংরা থাবা বসাতে করেনা তিলমাত্র দেরী
প্রিয়ই হোক বা অপ্রিয় সকলের উপরেই হয় ভারী ।
সময় থাকতে এখনও মানুষ চিনতে শেখো
দুনিয়াতে কিছু মানুষের পশু রূপ আছে জেনে রেখো।
পশুদের মধ্যে এখনও আছে বোধের বিকাশ
পশুরূপি মানুষের মানবিকতার হয় না প্রকাশ।
মানুষেরই ক্ষতি করে এই মুখোশ ধারী মানুষ
সাবধান থেকো এদের কোনোদিনই ফেরে না হুঁশ।