মুক্তি
মহীতোষ গায়েন
আকাশের দিকে মুখ তুলে যেই তাকালাম
আকাশ বললো মেঘ না হলেও বৃষ্টি আনবো,
মাটির দিকে যেই তাকিয়েছি দেখলাম মাটি
ফেটে চৌচির,অসংখ্য ফাটল গিলতে আসছে।
এবার নদীর দিকে,জলের দিকে ছুটে গেলাম…
নদী বললো আমার গর্ভে জমেছে অসংখ্য পলি,
জল বললো,গতি পরিবর্তন করেছি প্লাবন হবে
এই সব ভাবতে ভাবতে পথ হারালাম জঙ্গলে।
জঙ্গলের লাল,নীল,সবুজ,হলুদ ফুলেরা সবাই
এগিয়ে আসছে,এগিয়ে যাচ্ছি,ঝড় উঠলো,সব
ফুল মিলেমিশে একাকার হয়ে গেল,বৃষ্টি এলো
সমস্ত শরীরে শিহরণ,উচ্চারিত হচ্ছে মুক্তির মন্ত্র।
মহীতোষ গায়েন