শিরোনাম : মুক্তির সুখ
কলমে : কেয়া চক্রবর্তী
তারিখ : ২০.১২.২০২১
একটা আকাশ থাকতো যদি নিজের মত
শিকল পরা জীবন আমার মুক্তি পেত।
মন চায় আজ বিহঙ্গ হতে,
ওই দূরআকাশে ঘুরে বেড়াতে,
বন্দীজীবনের ঘেরাটোপ হতে
মুক্তির আস্বাদ পেতে।।
বিহঙ্গের মত মন আমার মেলেছে খুশিতে আজ পাখনা,
চঞ্চলা হয়েছে মন
মেলে আমার সেই ইচ্ছেডানা,
একঘেঁয়েমি এই জীবন থেকে খুঁজে পেতে মুক্তির বাহানা।।
আজ সকালের রোদ দেখে মন মেলেছে রঙ্গিন পাখনা,
উড়ে বেড়াতে যেথায় খুশি মেলে সেই ইচ্ছে ডানা।।
তখন দেখি ধরে কে রাখে মোরে করে কে আমায় মানা।
উড়ে যেতাম মেঘের দেশে,
আকাশপথে উড়তে উড়তে ঘুরে দেখতাম অবশেষে,
ছোট্টবেলার রঙ্গিন স্বপ্ন যা আছে মন জুড়ে
মিলিয়ে নিতাম পরীর দেশে হঠাৎ গিয়ে উড়ে,
বিহঙ্গের মতোই আহা পেতাম যদি পাখা,
মনের সুখে বেড়াতাম উড়ে রাখতো না ধরে রাখা।।
@ কেয়া চক্রবর্তী ২০.১২.২০২১