মুক্তিযুদ্ধের মহানায়ক – মহীতোষ গায়েন

টুঙ্গিপাড়ার দামাল ছেলে

গণতন্ত্রের গায়ক,

বাংলাদেশের নয়নমণি

মুক্তিযুদ্ধের নায়ক।

#

বলেছিলেন ‘মনে রাখবা

রক্ত আরো দেব…’

এই বাংলার স্বপ্নগুলো

ফেরৎ ঠিকই নেব।

#

পাকিস্তানের নৃশংসতা

হার মানলো শেষে,

পালিত হলো আজাদী দিবস

সবুজ  বাংলাদেশে।

#

সেনাবাহিনীর বিশ্বাসঘাতক

অফিসারদের হাতে 

গুলিবিদ্ধ শ্রেষ্ঠ বাঙালি

পনেরো আগষ্ট রাতে।

#

শেখ মুজিবুর দেশত্রাতা 

শোষিতদের  মিতা,

স্বাধীনতার মহান ঘোষক

এবং জাতির পিতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *