মিলব সেখানে – রণেশ রায়

মিলব সেখানে

২১/০৩/২০২১

(কবিতা দিবসে সামান্য উপহার)

রণেশ রায়

চোখ তার কবেকার ভোরের উদয়

রাত তার আগামীর বার্তা বাহক

শরতের রোদ্দুর আমার উষ্ম হৃদয়

বনানী বন্দর ছেড়ে পথ আমার আবাস

পথিক আমি পথ চলি অবিরাম

সমুদ্র পর্বত পেরিয়ে নীলাকাশ

আমার চলার নেই বিশ্রাম।

চলেছি আমি পদব্রজে

চড়াই উৎরাই ভেঙে

বনানীর সবুজে সবুজে

হাজার যোজন ধরে

কোন সে অজানা দেশে আমার

পৌঁছে গেছি প্রলয়ের ডাকে

সে উজ্জ্বল সকালে দেখা পাই সুকন্যার

সে মৃদুস্বরে কাছে ডাকে আমাকে।

চলেছি আমি কোন সে অজানায়

সঙ্গে সুকন্যা আমার

যেন জাহাজের মাস্তুল

স্থির নিশানা তার

আমি হয়ে পড়ি আকুল

দূরে সমুদ্র তট ডাকে ইশারায়

বসন্তের ভোরে নতুন কিশলয়

আঁধার শেষে ঊষার আগমন বেলায়

দিগন্ত পাড়ে জনতার কোলাহল শোনা যায়।

সুকন্যার দৃষ্টি দিগন্ত শেষে

আকাশ মিলেছে এসে অচেনা সে তটে

যেখানে জঙ্গল মেলে এসে

সুকন্যা কাছে এসে শুধায় আমাকে,

চিনতে পারছ? বলত কোথায় এলেম,

বলি আমি, চিনেছি তারে

নতুন পৃথিবী জন্ম নিয়েছে যেখানে

যুগ যুগান্ত ধরে অপেক্ষা যার জন্যে

নব দম্পতির নতুন সাজে

আমি তুমি মিলব সেখানে

নতুন জীবনের কোলাহল মাঝে।

রণেশ রায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *