শিরোনাম – মিলনের আশা
কলমে – ছন্নছাড়া
তারিখ – 7/12/21
আজ ঝিরঝিরে ঝরিছে বারিধারা,
মন হয়েছে তাই আবার পাগল পারা।
বরিষণ আজ এনেছে আমায় তোমার সনে,
তোমার ভাবনারা তাই ভিড় করেছে মনে।
তোমার সাথে সেদিনের সেই প্রথম পরিচয়,
সেও তো এমন এক বৃষ্টিভেজা দিনেই হয়।
দুজন অপরিচিতের সেদিন হয়েছিল কাছে আসা,
ক্রমে ক্রমে পরষ্পরের মনেতে বাঁধলাম মোরা বাসা।
প্রতিদিন মুঠোফোনে হত আমাদের আলাপ,
একদিন না হলেই মনেতে জমত ক্ষোভ, বিলাপ।
মনে পড়ে, সপ্তাহান্তে সেই আমাদের মিলনের ক্ষণ,
তার জন্য আমাদের দুজনারই কেটে যেত সারাক্ষণ।
দেখা হলেই কেটে যেত সব বিষাদের রেষ,
কতই না আনন্দে হত সেই সব দিনের শেষ।
তারপর সময়ের স্রোতে দুজনার পথ গেল বেঁকে,
একরাশ বেদনার স্মৃতি শুধু গেল মনে রেখে।
জানি না আর কোনোদিন হবে কিনা আমাদের দেখা,
সময়ের স্রোতে আবার কখনো মুছে যাবে কিনা বিচ্ছেদের রেখা!
——@——
# স্বত্ব সংরক্ষিত।