প্রকৃতি আজ ফিরিয়েছে মুখ
হয়েছে সে অভিমানী,
ভয়াবহ এই আমফানের আজ
উৎপত্তি কি জানি ….?
ধ্বংস লীলায় মেতেছে আজ
শুনছেনা কোন বারণ,
মনুষ্যজাতি জানতে চাইছে
আসল কি কারণ….?
ভুলে ভরা ফুলের মালা
দিয়েছি পরিয়ে গলে,
শান্ত হও হে পৃথিবী
একথা বলা চলে ……?
সুযোগ বুঝে করেছি আমরা
শত সহস্র পাপ,
কু-কর্মের ফল ভোগ করতে
বাড়ছে হাজার চাপ…।
প্রাণ নাসের ভয় আছে
একথা ভাবিনি কভু,
বন্ধ দ্বারে ডাকছি আজ
ক্ষমাকরো হে প্রভু…।
জ্ঞানহীন সন্তান যে মোরা
প্রার্থনা মোর ধাত্রী,
ভোরের আলো ফোটার আগে
শান্ত হোক রাত্রি…।
তোমার কারণে শত প্রাণ
হারিয়েছে নিজ বাঁসা
মায়ের চোখের জল দিয়ে
মেটাও মনের আশা ….।