"মিথ্যে শহরে"
আমি মিথ্যে,
তোমাদের এ মিথ্যে জালে বোনা শহরে।
আমি ধূসর,
তোমাদের এ ধূলিধোঁয়া মাখা শহরে।
আমি নির্বাক,
তোমাদের যুক্তি তর্কের মাঝে।
আমি নিস্তব্ধ,
তোমাদের যানবাহনের হুইসেলের মাঝে।
আমি পঙ্গু,
তোমাদের ছুটে চলা রঙিন শহরের পেছনে।
আমি অন্ধকারাচ্ছন্ন,
তোমাদের মেকি নিয়নের আলোতে।
আমি একাকী,
তোমাদের মিথ্যে শহরে –
মুখোশ পরা হাজারো মানুষের ভিড়ে।
আমি সাদাকালো,
তোমাদের হাজারো রঙে গড়া শহরে।
আমি বড্ড সেকেলে,
তোমাদের এ আধুনিক শহরে।
আমি সর্বশান্ত,
তোমাদের অন্তঃসারশূন্য শহরে এসে।
আমি অস্তিত্বহীন,
তোমাদের শহরে নিজের –
অস্তিত্ব রাখতে গিয়ে।
আমি মিথ্যে,
তোমাদের মিথ্যে জালে বোনা শহরে।
আমি আজ মৃত,
তোমাদের শহরে রঙিন মিছিলে।
কলমেঃতাসনিয়া তিশা
তাসনিয়া তিশা