মিঃ ভাল! – ছন্নছাড়া

ভাল আমি নই

স্বীকার করতে করি না ভুল। 

কিন্তু বুঝি না ভাল হতে কি লাগে? 

পদলেহন না পদস্খলন? 

#

ভাল সাজার অভিনয়,

সেটাও সহজ কথা নয়।

শাক দিয়ে মাছ ঢাকা,

যার তার কর্ম নয়।

#

কানকাটা সেও কজন হতে পারে,

সবার ত গন্ডারের চামড়া নয়।

মুখে মধু নিয়ে স্বার্থান্বেষী মনোভাব,

সবার জন্য নয়।

#

যা ভাল আমার কাছে,

কারো কাছে তা খারাপ বটে, 

মন থেকে মানতে সেটা 

কষ্ট কেন হয়?

#

“সত্য বলে সত্য কিছু নেই,”

এটাই যদি হয়।

মুখোশে কেন লুকাও মুখ

সেটা কি অভিনয় নয়? 

#

“সকাল উঠিয়া আমি মনে মনে বলি

সারাদিন আমি যেন ভাল হয়ে চলি”।

ভাল হতে গিয়ে বুঝি দিনের শেষে

ভাল হওয়া মোটেই ভাল নয়। 

#

মিথ্যা সে ত সহজ অতি,

তারেই আপন করি।

দিনের শেষ মুখোশ পরে আমিও

না হয় ভন্ড হয়েই পরি।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *