মা……
রবিউল ইসলাম জিবলু
মা আমার মা, তুমি আমার জান,
তুমি যে আমার সুখের বাগান।
তোমার ছবি একেছি
আমার এ হৃদয়ে
প্রতিনিয়ত দেখি তোমায়,
শয়নে স্বপনে।
মা আমার মা ,তুমি শিখিয়োছো মুখের বলি,
কখনো যে ভুলবো না
তোমার মুখের সেই কথা গুলি।
মা আমার মা ,তুমি শিখিয়েছো পথ চলা,
যে পথে সুখ ছাড়া মা,
আর যে কিছু দেখি না।
মা গো তুমি আমার
সুখের পৃথিবী,
তোমার কোলে মাথা রাখলে,
কষ্ট যায় ভুলি।
মা গো তুমি আমার,
অন্ধকার ঐ চাঁদের আলো,
তোমায় যে মা গো
বাসি অনেক ভালো।
রবিউল ইসলাম জিবলি