মা তোমার খুকি আজ বড় হয়ে গেছে
লাল রঙের বেনারসি পড়ে আজ সে বউ সেজেছে
আজ যে তার পরের ঘরে যাবার সময় এসেছে
মা তোমার খুকি যে আজ বড় হয়ে গেছে
যে কিনা কুটোটি কাটতে পারতোনা
আজ সে পাকা রাঁধুনি
ভাবতে পারো মা!
যে কিনা ছিল নিজেতে অগোছালো
আজ সে তার সংসার গোছাতে নিজেকে হারিয়েছে
তোমার পরী আজ অন্যের ঘরের লক্ষী হয়েছে
মা তোমার খুকি আজ বড় হয়ে গেছে
যে কিনা সাজতে অনেক বাসতো ভালে
সাজাতো নিজেকে প্রতিটি ক্ষন নানান রঙে
আজ সংসার গোছাতে নিজেকে সাজাতে ভুলেছে
মা তোমার খুকি আজ বড় হয়ে গেছে
যে তোমায় ছাড়া থাকতে পারত না এক দন্ড
সে আজ আর আসতে পারে না তোমার কাছে সংসারের মায়া ভুলে
মা তোমার খুকি আজ বড় হয়ে গেছে
বউ হয়ে বুঝেছে সে তোমার সংসারে কতটা দায়িত্ব
মা হয়ে আজ বুঝেছি তুমি আমায় কতটা ভালোবাসো।