মাপ
—দীপক বেরা
নীলাদ্রির অফিসের দেরি হয়ে যায়
নীলিমা স্বামীর শার্টের বোতাম লাগাতে গিয়ে
আটকে যাচ্ছে বারবার
আঙুল স্লিপ করছে, কখনও বা
বোতাম
আর তখনই নীলাদ্রির রাগের ব্যঞ্জনধ্বনি..
নীলিমার লজিক—
বোতাম-ঘরের মাপ ঠিক নেই
সবকিছু সবসময় ঠিকঠাক মাপ মতো
কিংবা বিধিমাফিক হয় না
অথচ, সবাই আমরা চাই
একই ফ্রেমে খাপে খাপে আটকে থাকি
আর, পারস্পরিক সম্পর্কের বিলাস হয়ে
বিশ্বাসী এক ঘ্রাণ ধরে রাখি;
অথচ…
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৫|০৩|২০২৩
DIPAK BERA