আমি কাল কি মোটা
তা নিয়ে যার মাথাব্যথা নেই
আমি ভার্জিন না আমার হাইমেন
অনেক আগেই শতচ্ছিন্ন তা নিয়ে
যে ভুরু কুঁচকে মনে মনে প্রশ্ন তোলে না
আবার কখনো সোচ্চারে
আমি সিঁদুর শাখা যাবতীয় এয়োস্ত্রী চিহ্নে
নিজেকে তার সম্পত্তি হিসেবে সমাজের কাছে
তুলে ধরবো কি না
তা নিয়ে যে মাথা ঘামায় না বিন্দুমাত্র
চাকরিটা আমি করি না সে
সকালে চা টা আমি দেবো নাকি ও
আমার ঘুম ভাঙা চোখে একটা চুমু আর
এককাপ ধূমায়িত চা উপহার দেবে
তা নিয়েও যে ক্রমাগত হেড টেলস খেলে না
আমি হাউসওয়াইফ না সে হাউজ হাজবেন্ড
সেই তকমায় যে সামাজিক স্বীকৃতি খোঁজে না
তার জন্য আমি সর্বস্ব দিতে রাজি
যদি সে মানুষটি আমায় খুঁজে এনে দিতে পারো
স্বপ্ন পুরুষ না
আমার শুধু মানুষ হলেই চলবে।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika