দূর পাহাড়ের ঢালে আঙুরবাগান হতে
উঠে আসুন প্রিয় নুরজাহান বেগম
দেখুন আজ শত শত প্রেমের শরীর
কতোটা অসহায় সময়ের কাছে বোধের কাছে
দেখুন শ্রমজীবী মানুষের রক্তের দাগ
কোমল দেহের ভাঁজে লুকিয়ে ঝরে যাওয়া
দিনগুলোর করুনঘন বর্ণনা
প্লিজ একটু হাত বুলিয়ে দিন
অতঃপর
আপনার হাতের তালুতে ডুবে যায়
আমাদের পাহাড় সমান দুঃখ
জহির খান