পৃথিবীর বুকে ঠাই পেয়েছে মাটি,
মাটি কথা কয়না মানুষের সাথে।
মাটি মানুষের লাথি খেয়ে বাঁচে!
শুধু অভিযোগ করে …
কতবার মেয়েটির চির ধরা দেহের, গুপ্তাঙ্গের ছিটকানো রক্ত পড়েছিল মাটির মুখে
বন্ধু বৃষ্টি এসে ধুয়ে দিয়েছে।
নরপিশাচের বীর্যের গন্ধে মাটি কেঁদেছিলো।
ফেলে রাখা সদ্যোজাতের পঁচা লাশ মাটি শোধন করেছে বহুবার।
দাম্ভিকেরা অবাধ হাটে মাটির বুকে পাতা পথে, যুদ্ধ করে …
মাটিতে বীজ গজিয়ে ওঠে।
কাঁটাতার পোতা হয়
দখল হয়।
মাটি ফেটে যায়।
মাটি চুষে নেয়।
মাটি কথা কয়না মানুষের সাথে।
মাটি অভিযোগ করে …