মহান নাম তার নভেল করোনা।
রূপে তিনি ভয়ঙ্কর মহামারী।।
মানুষ আজ কাঁপছে আতঙ্কে।
বলছে আর কোরোনা বাড়াবাড়ি।।
মানুষ আজ ভীত-সন্ত্রস্ত।
শুধু বেঁচে থাকার লড়াই।।
বৃহৎ আকারে হাজির তিঁনি।
করছে সে আপন বড়াই।।
ভগবান রূপী তিনি মহান ডাক্তার।
সকলেই তাকে বলে ভগবান।।
আজ তিনি নিজেই শয্যাশায়ী।
বলছে শুধু হে-ভগবান হে-ভগবান।।
অভিনয় জগৎ কাঁপিয়ে তিনি।
আজ বিশ্ব-সেরা অভিনেতা।।
করোনার কাছে মেনেছে হার।
পর্দার পেছনে মুখ ঢাকার ব্যস্ততা।।
মন্দির, মসজিদ, গির্জা দুয়ার।
দর্শনে তার সব রোগ মুক্ত।।
বসিয়া আছেন তবু ভগবান।
নেই শুধু তার কোনো ভক্ত।।
চায়ের দোকান আজ বন্ধ।
আড্ডায় নেই কারো দেখা।।
এখনই সময় হয়েছে তাই।
গৃহবন্দি জীবন কাটাতে শেখা।।
শ্মশান মানেই মৃতের আনাগোনা।
চুল্লির চেয়ে থাকা করুন মুখ।
ফিরিয়ে দিয়েছে সেও আজ।
করোনার গ্রাসে ফেটে যাওয়া বুক।।
শিক্ষা-জগৎ, কর্ম-জগতে আজ।
সবেতেই আমরা টেনেছি হ্রাস।।
বিদ্যালয়, অফিস, কলকারখানা সব।
নভেল করোনা করেছে গ্রাস।।
নেতারা আজ মানুষের পাশে।
নেই কোনো জোটের গন্ধ।।
করোনা আজ রাস্তায় দাঁড়িয়ে।
ভোটের রাজনীতি তাই বন্ধ।।
ধর্ষকরা যেথায় হয়েছে গৃহবন্দি।
নারীরা সেথায় আজ ভয়হীন।।
চোরাশিকারীর দল ভীত-সন্ত্রস্ত।
বন্য পশুরা আজ মুক্ত এ-দিন।।
পশুকে খাঁচায় বন্দি করে।
স্বপ্নের বাসভবন আজ জেলখানা।
নভেল করোনা করেছে গ্রাস।
জীবনে শুধু আতঙ্কের আনাগোনা।।