মলিন স্বপ্ন : বিজন মণ্ডল

ওরা ফিরে গেছে ।

মরা জাম গাছটার নিচে দাঁড়িয়ে থেকে থেকে

বাধ্য হয়ে ওরা ফিরে গেছে ।

আর হয়তো আসবেনা কোন দিন !

ওদের চেনা আম- কাঁঠালের বাগান,

আজ মরে পড়ে আছে ।

পুকুর ঘাটের বট গাছটাও বড্ডো বিষন্ন ।

সে বিকেলে ঝড় হয়েছিল ।

আকাশ জুড়ে কালো মেঘের

তান্ডব দেখেছিল সার সার পাখির দল,

বার বার দল ছুট হয়ে উড়ছিল তারা ।

বাতাসের শোঁ শোঁ শব্দ

আর অঝোর ধারায় বৃষ্টি,

বন-বাদাড় মুখরিত করে তুলেছিল ।

একটি শিয়াল গর্ত থেকে বেরিয়ে

উদ্ভ্রান্তের মতো ছুটছিল দিগ্বিদিক ।

দড়ি কেটে গরুর পাল

চিৎকার করে ছুটেছিল বাড়ির দিকে ।

মরা খালে জলের স্রোতে

ভেসে ভেসে যায় কতো কতো খড় কুটো ।

একটি ইঁদুর হাবুডুবু খেতে খেতে

পাড়ে ওঠার চেষ্টা করছে,

কিন্তু জলের টানে বিফল সে ।

বাবলা গাছের ডালে জড়িয়ে

দু’-তিনটি ঢ্যোঁড়া সাপ ;

চালতার বুড়ো পাতার নিচে

গুটি শুটি মেরে একটি ফিঙে বসে ।

আজ সকাল থেকে কেবলই বিষন্নতা ।

উদ্বিগ্ন হয়ে মাঠে ছুটে গেছে চাষীরা ;

কারোর ধান বা কারোর এক খন্ড ঝিঙে,

সব লণ্ডভণ্ড হয়ে গেছে ।

কারোর মুখে এক বিন্দু হাসির ছটা নেই ।

সারা রাতের বৃষ্টিতে

মলিন হয়ে গেছে তাদের স্বপ্ন গুলো,

মহামারির মাঝেও যা টিকে ছিল ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *