ছাড় না ওসব কথা ভেবে কী হবে,
বেঁচে আর আছিস কোথায় যে
মরণকে ভয় পেতে হবে ?
তুই তো আর কবি সাহিত্যিক না,
নেই তোর খাতা কলম ,ভরবি পাতা
উল্টাবি সব ,কথার ভাঁজে ব্যঞ্জনা।
খেটে তোকে খেতে হবে, ভিজতে হবে
জলে ,পুড়তে হবে রোদে ,ধরতে হবে হাল,
তুলবি ফসল দাম পাবি না, গুড় খাবে ঐ
ফড়ে দালাল।
ধরবি হাতুড়ি উঠবে ধোঁয়া চলবে চাকা,
দিনের শেষে দেখবি খাতা সব ই সাদা,
জীবন টা তোর ষোল আনাই ফাঁকা।
গড়বি ইঁট ছাঁচে ঢেলে,থাকবি ভুখা পেটে,
দূর থেকে দেখবি শুধু চোখ ধাঁধানো সব
অট্টালিকা উঠছে আকাশ কেটে।
নামবি তোরা খনির নীচে,মরণ যেখানে বাঁচা,
খেল দেখাবে কোল মাফিয়া আর রাজনৈতিক চাচা।
ভাঙবি পাথর ঘাম ঝরাবি ,দেহে রোগ বাঁধবে বাসা,
ফিরে ও তোদের দেখবে না কেউ ,দেশের ভার দিলি
যাদের তারা করেছে কিছু দূর করতে তোদের দুর্দশা ?
মরণকে এত কিসের ভয়, এভাবে কী দিন চলে,
মরেই তো আছি আমরা একে কী আর বাঁচা বলে ?