শিরোনাম :#মনোভাব
কলমে : কেয়া চক্রবর্তী
তুমি নিচু, আমি উঁচু
দেখিও না এমন হাবভাব,
তুমিও মানুষ, আমিও মানুষ,
সবসময়ই রেখো এমনই মনোভাব।।
বলছি বটে এই কথাগুলো,
মন থেকে অনেকেই মানি না,
জাত পাত, জাতি ধর্মে ভেদাভেদ হানাহানি
লেগেই আছে কেন থামে না?
জাত কি কোনো মলম নাকি,
যা লাগায় মুখে, ঠোঁটে?
কাজ না করলে একদিনও
অন্ন কি তোমার পাতে জোটে?
ব্লাড ব্যাঙ্কে গিয়ে কেউ
রক্তের জাত জানতে চায় না,
তবে কেন “জাতের নামে বজ্জাতি” চলে,
সভ্য মানুষ প্রতিবাদ কেন করো না?
কেউ কেউ এক মুঠো অন্নের
জন্য উদয় অস্ত খেটে মরে,
কেউ আবার ভালোমন্দ খেয়ে
হেঁটে আসে, যদি অতিরিক্ত মেদ ঝরে।।
এগিয়ে চলেছে সভ্যতা
তার নিয়মমাফিক তাল ও ছন্দে,
আমরাও আছি ঠিক তেমনই
মিশিয়ে ভালো মন্দে।।
#মনোভাব
©কেয়া চক্রবর্তী®