মনের দুয়ারে/বিশ্বনাথ পাল

 

মনের দুয়ারে জং ধরে গেছে

যমের দুয়ারে পড়েনি কাঁটা

ঠেলা অলার  বাড়িতে  বিপদ

বসের ঘরেতে  রোশনাই ছটা ।

 

দিনরাত ভাবি 

কি আর দাবী!

রেগেই চড়ক গাছ

 

ভূতুরে  আঁধারে

হেরে বারবারে 

দেখি উদ্দাম নাচ!

 

নেচে আর নেচে

যাই নি যেচে 

পিছে পড়ে-আছে সব।

সব মন তাই

যদি না হারাই

অমানবতার সৌরভ।

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *