মন’টা আমার দ্রুত গতির বিমানটাকেও হার মানায়
নদীর বাঁকে গাছের শাখে
আকাশ পাতাল ছুটতে থাকে
বিশ্বমাতার চতুর্ধারে দূর থেকে দূর অজানায়
মন’টা আমার আলোর গতি পিছন ফেলে সামনে ধায়।
মনটা আমার ভীষণ ক্ষ্যাপা,
রুদ্ধ রাখে সাধ্য কার?
শুনলে কথা কমতো ব্যথা
সে কী কারও বাধ্য আর!
হে দয়াময় বিশ্বপালক
শান্ত কর মন’টাকে
তোমার সাথে যুক্ত ক’রে
দূর কর ভয় ক্ষণটাকে।