মধুর বচন : পীযূষ কান্তি হাজরা

জীবন বৃক্ষে সুমিষ্ট আচরণ ‘ফল’ ফলে –
একমাত্র সংস্কারেরই সেচন বলে ৷৷
সুন্দর চিন্তাযুক্ত খাদ্যরসই টেনে আনে মূল –
মধুর বচন ও উপযোগী পর্যবেক্ষণ ছাড়া বাকি সব ভুল ৷৷
সংসার বৃক্ষেও ফলাতে সেই ফল –
আচরণে বচনে মননে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতর হও সকল ৷৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *