আযান পড়ল রাত্রি পোহাল প্রভায় ডুবল শশী পবন বইল খেচরে ডাকিল ক্ষেতে চললেন চাষী আলোয় রাঙালো সপ্ত আকাশ ভানুতে মেলল ডানা শহরের বুকে ব্যস্ত বাতাস ভিড় আর আনাগোনা রাতের মোহের ঘোরে কেউ কেউ উঠতে পারেনি জেগে কর্মের টানে কর্মঠ লোক ছুটছে নানান বেগে নাস্তা শেষ, পরনে টাই-কোট কেউ দিচ্ছে অফিসে পাড়ি আবার অনেক পথশিশু জোট কাটাচ্ছে অনাহারী হরেক রকম চিত্র নিয়ে ফুটছে ভোরের আলো ছাত্র চলেছে পাঠশালে পুবের সূর্য সোনার আলোয় ক্রমশ ঝলোমলো দ্বিপ্রহরের গিরিভালে বেলা উঠছে ধীরে ধীরে আর খেলছে আলোছায়া হৃদয়-মন আর জীবন হাসায় স্নিগ্ধ ভোরের মায়া।