“ভুল ধারণা”
✍️ উজ্জ্বল সামন্ত
বাসের সীটে বসে থাকা ছেলেটি একদৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। বৃষ্টি এককথায় তিলোত্তমা। ওর সামনেই দাঁড়িয়ে ।হঠাৎ ছেলেটি বিভিন্ন অঙ্গ ভঙ্গি করতে শুরু করল। মুখে আইসক্রিম, এমন ভাবে খাচ্ছে যা বাহ্যিক দৃষ্টি কটু মনে হয়। পাবলিক বাসে এরকম আচরণ। বৃষ্টি মনে মনে ভাবছে ইস কি নোংরা ছেলেটা। অসহ্য লাগে। অন্তিম স্টপেজ। বৃষ্টি নেমে দেখল বাসস্ট্যান্ডে থাকা একটি মানসিক হাসপাতালের এম্বুলেন্স ছেলেটিকে পিকআপ করে নিয়ে গেল । বৃষ্টির মনে মনে অনুতাপ, এতটা ভুল হল…
Ujjal Samanta