স্নেহের নিস্পাপ শিকড় ছিড়ে,উপড়ে
পুতেছি মন, দহন মরুর প্রান্তরে।
স্নিগ্ধতা বাস্প হয়ে গেছে উড়ে।
গাছের ছায়া মমতা ভুলে,
রোপণ করেছি আধুনিকতা।
কেটে কুটে বানিয়েছি হর্ম্য-ইমারত।
ধৈর্য্য গিয়েছে হেরে।
সবুজ হারিয়ে রঞ্জিত করেছি হৃদয়,
উর্বর মৃত্তিকা ঊষর প্রস্তর।
ছায়াময় হাওয়ায় তপ্ত হৃদয়,
শীতলতা হারিয়ে উত্তাপের সাথেই সহবাস।
উদ্ধত খড়্গ চিরে ফেলে
নিরীহ পশু-পাখি-আত্মীয়তা
পৈশাচিক উল্লাসে।
অমানবিতা আভরনহীন, আত্মবিনাশের আহ্বান।