তোমাকে কোথায় ঠিক দেখেছিলাম বলো তো !
তোমাকে কোথায় ঠিক দেখেছিলাম …
সরস্বতী নদী তীরে তুমি কি উচ্চারণ করছিলে
বেদ মন্ত্র !
নাকি কেদারনাথ থেকে বদ্রিনাথের হেঁটে যাওয়া পথে দেখা হয়ে ছিল !
এ সময়ে আর কিছু মনে থাকে না ;
এ সময়টা যে বড় জটিল অঙ্কের …
এতোটা জটিলতা কোনো কালেই ছিল না ;
সেটা আমাদের সময়ে হোক
বা তোমাদের ;
শ্মশানের বুক চিরে ভগীরথ যে ভাবে গঙ্গা নদীকে প্রবাহিত করে ছিল ,
ঠিক সে ভাবে তুমি নিয়ে চলেছে ভবিষ্যৎ ,
আমাকে , আমাদের …
আমিও প্রবাহিত , সময়ও প্রবাহিত …
অথচ , তুমি নিরুত্তাপ ;
বাঁচার মন্ত্র নিয়ে একে একে বেঁচে উঠছে কাল ,
মহাকাল ;
আনন্দ উৎসবে মেতে উঠেছে মানব জাতি ;
ভুলে গেছে অতীত ;
ভুলে যায় …
ভুলে যাই .…
তোমাকে কোথায় ঠিক দেখেছিলাম বলো তো !
তোমাকে কোথায় ঠিক দেখেছিলাম …