খেতে দাও
খিদে পেয়েছি খিদে পেয়েছি।
আমাকে একটু খেতে দাও।
রাজা মহারাজা বসে রাজ করে।
চমচারা বসে চুকলামি করে।
গরিব রাস্তায় খিদে পেয়ে মরে।
ধনিদের ধনের অভাব ।
গরিব বেচারা বলে আমার খাদ্যের অভাব।
চাষিরা বলে ফসলে অভাব।
ব্যাবসায়িরা বলে ফসল এত খারাপ।
আনাথ শিশু না খেয়ে মরে।
সরকার বলে অধিকার নাই তার।
সৃষ্টির শুরু থেকে চলে এ কথা।
গরিব বলে তাদের নেই কোনো মৰ্যজদা।
মোরা আশা করি খাওয়ার পাবো।
ওরা অতিত না গুণে খাওয়ার ছিনে।
ধনি লড়ে সমপ্ৰতি নেয়।
গরিব বেচারা বলে অহার পায়।
পার্লামেন্টে ধরে গেছে আগূন ।
গরিব বেচারা বলে ভোট দিবো কাকে।
খিদে পেয়েছি খেতে দাও আমাকে।
কবি=রৌson আle
Roushan ali